আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা, আইপিএল ছেড়ে ফিরতে চাইছেন দেশে

0
0


ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে চলতি আইপিএল নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তান ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাঝপথে বাতিল করা হয়।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের আসর সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। শোনা যাচ্ছে, আইপিএলও দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে অনেক বিদেশি খেলোয়াড়, বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল ছেড়ে তাদের নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন বলে খবর। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্ট জানিয়েছেন, বেশ কিছু অজি খেলোয়াড় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়তে প্রস্তুত, বিশেষ করে যারা সংবেদনশীল সীমান্ত এলাকার কাছাকাছি রয়েছেন।

চলতি আইপিএলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেডের মতো অজি সুপারস্টাররা মাঠে নামছেন। এদিকে, রিকি পন্টিং এবং ব্র্যাড হ্যাডিনের মতো অস্ট্রেলিয়ার কোচও রয়েছেন আইপিএলের আঙিনায়।

এদিকে, বৃহস্পতিবার খেলা মাঝপথে বাতিল হওয়ার পরে আইপিএল প্রধান অরুণ ধুমল পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করছি। এটি একটি সংবেদনশীল পরিস্থিতি। আমরা সরকারের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। অবশ্যই সমস্ত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে, পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং বৃহস্পতিবার বলেন, ‘আমরা নিশ্চিত নই যে পরের ম্যাচ কোথায় খেলতে যাচ্ছি। গত কয়েক দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা শুধু এখানে আমাদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নন, বরং আইপিএলে অংশ নেওয়া বহু বিদেশি ক্রিকেটার যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে দেশে ফিরতে চাইছেন বলে খবর। বিশেষ করে ধর্মশালার পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হওয়ার পরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে হয়ে বলে মনে করা হচ্ছে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।