ভারতের ২ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের

0
1


ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ভারতের দুটি যুদ্ধবিমান পাকিস্তানের সেনাবাহিনী ভূপাতিত করেছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দাবি করেছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আমরা দুটি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছি এবং এখন এই মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছি।

তিনি আরও জানান, প্রতিক্রিয়া এখনো চলমান রয়েছে, তবে কোনো সামরিক কৌশলগত তথ্য তিনি প্রকাশ করেননি।

পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে হামলা চালানো হয়েছিল বুধবার প্রথম প্রহরে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।