দেশের মৌলিক সংস্কারের বিষয়ে আলোচনা করতে দ্বিতীয় দফায় আগামীকাল (মঙ্গলবার) জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৫ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকালের বৈঠক সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল অংশ নেবে।
এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সাথে প্রথম দফায় বৈঠক করেছিল দলটি।
দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে ঐক্যমত কমিশন।
এনএস/এমএইচআর