ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

0
1


গাজীপুরের মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা রইস উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ছাত্র সংগঠনটির সদস্যরা।

সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে ইসলামী ছাত্র সেনা ভৈরব উপজেলার ব্যানারে উদ্যোগে শুরু হয়।

অবরোধের ফলে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পড়েছেন যাত্রীরা।

জানা যায়, গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।

কর্মসূচিতে নেতারা বলেন, ইমাম রইস উদ্দিনের খুনিদের ধরে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু বিচার করা না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত ৩টার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

রইস উদ্দিন চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

রাজীবুল হাসান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।