ম্যাচসেরা ও সিরিজসেরা-দুই পুরস্কারই মিরাজের হাতে

0
1


চট্টগ্রাম টেস্টে এক ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের এই দাপুটে জয়ের কারিগর মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি (১০৪) হাঁকান মিরাজ। যে সেঞ্চুরিতে ভর করেই মূলত ২১৭ রানের বড় লিড পায় বাংলাদেশ।

মিরাজ ব্যাট হাতে ঝলক দেখিয়েই থামেননি। দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও দাপট দেখিয়েছেন। তার ঘূর্ণিজাদুর সামনেই কুপোকাত হয়ে পড়ে জিম্বাবুয়ে। অলআউট হয় মাত্র ১১১ রানে। ৩২ রান খরচায় একাই ৫ উইকেট নেন মিরাজ। ফলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনিই।

সিলেটে আগের টেস্টে দল হেরেছিল। সেখানেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও (১) বল হাতে ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ১১ করে আউট হন। তবে বল হাতে ফের ৫ উইকেট। ৫০ রানে ফাইফার পূরণ করেন এই অলরাউন্ডার।

সবমিলিয়ে দুই টেস্টে ১১৬ রান এবং ১৫ উইকেট শিকার করেছেন মিরাজ। ফলে সিরিজসেরার পুরস্কারের দাবিদারও ছিলেন তিনি। ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরা-দুই পুরস্কারই উঠেছে মিরাজের হাতে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।