ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর মিলনমেলা

0
3


‘নতুন দিগন্তের সন্ধানে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে’ – স্লোগানকে সামনে রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পরিচালিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী।

রোববার (২৭ এপ্রিল) ফ্রাঙ্কফুর্টের এক অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়ন, সহ-সভাপতি লিপি আমজাদ, শাফী হোসাইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক পপি নুপুরসহ সংগঠনের অন্য সদস্যরা।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়নের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক, কমিউনিটি এবং সংগঠনটির নেতারা।

নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে কাজ করছে সংগঠনটি।

প্রবাসী বাংলাদেশিদের অরাজনৈতিক এই সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দিবস পালন, বছরে একাধিকবার মিলনমেলা এবং বার্ষিক ইসলামিক মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]