প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

0
3


উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেছেন।

একই দিনে ডিকারস্টারি ফর ইন্টাররিলিজিয়াস ডায়ালগের কার্ডিনাল প্রেফেক্ট জর্জ জ্যাকব কুভাকাডও প্রধান উপদেষ্টার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন।

jagonews24

অধ্যাপক ইউনূস গত ২১ এপ্রিল কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখান থেকে ২৫ এপ্রিল ভ্যাটিকান সিটিতে পোপের অন্তেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে আসেন। আজ ২৬ এপ্রিল পোপের অন্তেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। আগামীকাল ২৭ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

এমইউ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।