নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৩ জনকে পুলিশে দিলো ছাত্র-জনতা

0
2


নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ফতুল্লার মুসলিম নগর এলাকার কামালের ছেলে তালহা শেখ (২২), মহিউদ্দিনের ছেলে কামাল (৫৫) ও জামাল (৪৮)।

আটকদের মধ্যে তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অনুসারী ছিলেন বলে জানা গেছে। ছাত্র আন্দোলন দমাতে অয়ন ওসমানের নেতৃত্বে তিনি ছাত্র-জনতার ওপরে নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে দিয়েছেন। তারা আওয়ামী লীগের রাজনীতি করতেন কিনা তা এখনো নিশ্চিত নই। বিষয়টির তদন্ত চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।