অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, প্রতিবাদে মাংস বিক্রি বন্ধ

0
1


বগুড়ার ধুনটে সরকারি হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কসাইখানায় গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মথুরাপুর হাট-বাজারে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে বার্ষিক ২৩ লাখ ৮৫ হাজার টাকায় উপজেলার মথুরাপুর হাট-বাজার ইজারা নেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। শুক্র ও সোমবার হাটসহ প্রতিদিন সকাল-বিকেল বাজার বসে। ওই হাট-বাজারের কসাইখানায় প্রতিদিন একটি দোকানে গড়ে দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। সরকারি বিধিমোতাবেক প্রত্যেক মাংসের দোকান থেকে দৈনিক ৩০ টাকা করে টোল আদায়ের নিয়ম রয়েছে। কিন্তু ইজারাদার অতিরিক্ত টোল দাবি করায় ব্যবসায়ীরা বাজারের কসাইখানায় মাংস বিক্রি বন্ধ রেখেছেন।

উপজেলার মথুরাপুর হাট-বাজারের মাংস ব্যবসায়ী আজিবর রহমান বলেন, ‌‘বাজারে প্রতিদিন গড়ে দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। আগের ইজারাদারকে সপ্তাহে সাড়ে পাঁচ হাজার টাকা টোল দিয়েছি। আর বর্তমান ইজারাদার প্রতিটি গরু জবাইয়ের জন্য এক হাজার টাকা করে টোল দাবি করছেন। সে হিসেবে সপ্তাহে কমপক্ষে ১৪ হাজার টাকা টোল দিতে হবে। এ কারণে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছি।’

এ বিষয়ে মথুরাপুর হাট-বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয় না। তবে বাজারের কসাইখানায় মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চোরাই ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন। মাংস ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে পাকা ক্রয় রসিদ দেখিয়ে সুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করতে বলা হয়েছে। এ কারণে তারা মাংস বিক্রি বন্ধ রেখেছেন।’

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।