মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশির

0
1


মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিয়ে মালয়েশিয়ার হাঙ্গেরির সুবাং শহরে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর আগে প্রবাস জীবন শুরু করেন আসাদুল। শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহার অংশ তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আসাদুলের সহকর্মী (পাকিস্তানি নাগরিক) আবু সুফিয়ান বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। ঘটনার সময় তার পাশে ছিলাম, অল্পের জন্য আমি বেচে গেছি। এখন আসাদুলের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

আসাদুলের বাবা হাতেম আলী জানান, আমার ছেলের মরদেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় সে ব্যাপারে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজি জানান, আসাদুল ইসলাম অনেক দিন যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সোমবার বিকেলে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রবাসীরা চেষ্টা চালাচ্ছেন।

মো. জামাল হোসেন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।