তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় ছুরিকাঘাতে যুবক নিহত

0
0


রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আরমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দারাজের কর্মী ছিলেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা মো. ইকরাম হোসেন বলেন, আমার ছেলে সন্ধ্যায় সাতরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় ৩-৪ যুবক তার কাছে পরিচয় জানতে চান। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।