ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ভ্রাম্যমাণ ব্যবসায়ীর

0
0


সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪০) নামের এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর পাঁচপীর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখি এলাকার খালেদ মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের শ্যালক স্বাধীন তালুকদার।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিহত নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে করে বাজারে বাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রোববারও সন্ধ্যায় একইভাবে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় পীরের বাজারে ব্যবসায়ী আকদ্দুছ আলীর চায়ের দোকানে গিয়ে প্রাণ বাঁচানোর আকুতি জানান। কিন্তু লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকারীদের শনাক্ত করা যায়নি। অভিযোগের প্রেক্ষিতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আহমেদ জামিল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।