পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। এছাড়া সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ও ভোট গ্রহণ শেষে কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
ফলাফল ঘোষণার পর চার সদস্যের এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।।
এসএইচএ/এমআইএইচএস