বাংলাদেশে ইসরায়েলি সব পণ্য বেচাকেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে বিআরটিসি ফলমন্ডি এলাকায় ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে তিনি সভাপতির বক্তব্য রাখেন।
মাওলানা মামুনুর রশীদ নূরী বলেন, ইসরায়েলিদের হাতে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ আজ চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করা এবং ফিলিস্তিনের অধিকৃত জায়গা মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়া আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।
তিনি গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফলমন্ডি থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড় ঘুরে পুনরায় পুরাতন রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদের খতিব মাওলানা শাহ্ মুহাম্মদ জমির উদ্দিন জিহাদী, ফলমন্ডি জামে মসজিদের খতিব মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, হযরত জুনশাহ (র.) জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, আল আমীন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস, বানিয়ারটিলা জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।
এসআর