জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী।
তিনি বলেন, এতদিন আমরা নজরুলকে মিছেমিছি জাতীয় কবি হিসেবে জানতাম। প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না। এ সরকার নজরুলকে জাতীয় কবি হিসেবে গেজেট আকারে প্রকাশ করেছে। এটা নজরুলপ্রেমী তথা এদেশের জন্য গর্বের।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নজরুলের বৈশাখ, প্রেম, দ্রোহ, সাম্য শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘অনেক মহাপ্রাণের জন্ম হয়েছে এই কুমিল্লায়। বাংলা সাহিত্যের এমন এক মহাতারকা এখানে এসেছেন, জীবনের গুরুত্বপূর্ণ সময় এখানে কাটিয়েছেন; যার প্রেম, যার দ্রোহ ছড়িয়ে আছে সর্বত্র। মুরাদনগরে কবির প্রেমের শুরু হয়েছে। নার্গিসের প্রেম কবি জীবদ্দশায় ভোলেননি। আমি আবেগাপ্লুত হয়ে গেছি মুরাদনগরে গিয়ে। কিন্তু হতাশার বিষয় হলো অবহেলায় পড়ে আছে নজরুলের স্মৃতিচিহ্নগুলো।’
তিনি আরও বলেন, ‘বৃটিশবিরোধী আন্দোলনে মিছিল করতে গিয়ে কুমিল্লায় নজরুল ইসলাম কারাবন্দি হয়েছেন। কুমিল্লাকে তার স্মৃতিগুলো সোনা দিয়ে বাঁধিয়ে রাখা উচিত।’
‘নজরুলের গানগুলো নিয়ে আমরা ঢাকায় কনসার্ট আয়োজন করবো। দেশের সব ব্যান্ডদল নজরুলের বিপ্লবী গানগুলো পারফর্ম করবে। জুলাই আন্দোলনে নজরুলের গান কবিতা তরুণদের প্রেরণা জুগিয়েছে। স্বদেশকে নিরাপদ রাখতে নজরুলের প্রেম, দ্রোহ, সাম্য তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে’, যোগ করেন লতিফুল ইসলাম শিবলী।
নজরুল ইনস্টিটিউটের পরিচলক এ কে এম আলামিনের সভাপতিত্বে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নজরুলের বৈশাখ, প্রেম, দ্রোহ, সাম্য শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচক ছিলেন নজরুল গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফখরুল আলম।
আলোচনার শেষে কুমিল্লা কেন্দ্রের শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন।
জাহিদ পাটোয়ারী/এসআর