ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

0
1


ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের (ডিজেসি) দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আজকের দৈনিকের ইকরামুল কবীর টিপু সভাপতি ও দৈনিক সারাবাংলার মোস্তাফিজুর রহমান মোস্তাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) তোপখানা রোডে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এফএনএসের মোহাম্মদ শাজাহান স্বপন ও বাংলাদেশের আলোর জাফরুল আলম। যুগ্ম সম্পাদক হয়েছেন জাগো নিউজের মো. মনিরুজ্জামান উজ্জ্বল। এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলার এস এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির আলী তালুকদার নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে রয়েছেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনতার মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাবাজারের শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সমকালের মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজকল্যাণ সম্পাদক সংবাদ সংস্থা এফএনএসের পিপুল নুর হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনলিমিটেড নিউজের নুরে আলম জীবন, নারী বিষয়ক সম্পাদক বাংলা মেইলের দীপা ঘোষ রিতা এবং আপ্যায়ন সম্পাদক বৈখাখী টিভির ইমরান হাসান।

কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- গোলাম মুজতবা ধ্রুব, আতিকুল ইসলাম, শাহজাহান সাজু, আরমান হোসেন বাদল, শরিফুল হক পাভেল, সৈয়দ মাহবুবুর রহমান, নাজমুল সাগর এবং কাজী শফিউল ইসলাম (আল-আমিন)।

নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডিআরইউয়ের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানে নির্দেশামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান কামাল ও লায়ন মো. জাহাঙ্গীর আলম।

কাজী আল-আমিন/এমইউ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।