মাদারীপুরে ইয়াবাসহ আটক দুই যুবককে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

0
0


মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে চার পুলিশকে আহত করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত আটটার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে আটক করা হয় কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই রাশেদুল খান (৩৫) ও একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদারকে (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম কালকিনি বাজারের বড়ব্রিজ এলাকায় অভিযানে যান। এসময় পাঁচ পিস ইয়াবাসহ আল আমিন সরদার ও রাশেদুল খানকে আটক করা হয়।

তাদের হাতকড়া পরিয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসআই সোহেল রানা, কাজী কাজী স্বপন ও আতিকুল ইসলামকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেওয়া হয় আটক দুই যুবককে।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নেমেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।