আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

0
0


বুড়ো মহেন্দ্র সিং ধোনি ছাড়া যেন কোনো উপায়ই নেই চেন্নাই সুপার কিংসের। বারবার দলটি বিপদে পড়ে, বারবার তাদের ত্রাতা হয়ে দেখা দেন প্রায় ৪৪ বছর বয়সের ক্রিকেটার ধোনি। এবার আবারও একই ভূমিকায় দেখা যাবে তাকে। আইপিএলের বাকি সময়টায় চেন্নাইয়ের অধিনায়কত্ব করতে দেখা যাবে বর্ষীয়ান এই ক্রিকেটারকে।

নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে। আরও আগেই তার ছিটকে পড়ার কথা। তবুও চেষ্টা করে গেছেন তিনি টিকে থাকার; কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ছিটকেই যেতে হলো পুরো আইপিএল থেকে। অর্থাৎ আইপিএলের বাকি অংশে মাঠেই নামতে পারবেন না রুতুরাজ।

চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না। কনুইয়ের চোটের কারণে পুরো আইপিএল থেকেই বাদ তিনি। সেই জায়গায় চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জোফরা আরচারের বল রুতুরাজের কনুইয়ে লেগেছিল। সেই চোটেই পুরো আইপিএল থেকে ছিটকে দিয়েছে তাকে। তার জায়গায় চেন্নাইকে পাঁচ আইপিএল শিরোপা জেতানো মহেন্দ্র সিং ধোনি।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম বার দেখা যাবে অধিনায়ক ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব বাড়ল তার। দেশকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো অধিনায়ক ৪৩ বছর বয়সে নেতৃত্ব দেবেন চেন্নাইকে।

রুতুরাজের যে চোটের কথা বলা হচ্ছে, তা তিনি পেয়েছিলেন ১১ দিন আগে। এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছে চেন্নাই। অর্থাৎ, চোট নিয়েই খেলেছিলেন রুতুরাজ। যদিও প্রশ্ন উঠছে, চোট নাকি দলের খারাপ ফল, কোন কারণে সরতে হল তাকে?

২০২২ সালে নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন ধোনি। সেই সময় রবিন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল;কিন্তু মৌসুমের মাঝপথে ফেরানো হয়েছিল অধিনায়ক ধোনিকে। দলের খারাপ ফল সেবারের কারণ ছিল জাদেজাকে সরিয়ে দেওয়ার।

যদিও বলা হয়েছিল, ভারতীয় অলরাউন্ডার নিজেই নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন নিজের খেলায় মন দেবেন বলে। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর চোটের কারণে জাদেজা সেবার আর খেলতে পারেননি। এর পরের বছর নেতৃত্ব দেয়া হয় তরুণ রুতুরাজ গায়কোয়াড়কে।

আইএইচএস/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।