বৃদ্ধার উপর পাশবিক নির্যাতন চালানো সেই গৃহপরিচারিকা গ্রেফতার!

0
8
মালিবাগ

মালিবাগে পাশবিক নির্যাতন চালিয়ে দুর্ধ্রর্ষ চুরির ঘটনায় গৃহপরিচারিকা রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঠাকুরগাঁও এর সীমান্ত এলাকায় মামার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা।

রাজধানীর মালিবাগে গৃহকর্তীর বৃদ্ধা মা’কে অমানবিক নির্যাতন চালিয়ে অর্থ এবং স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়েছিল গৃহপরিচারিকা রেখা। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা করেছিলেন।

আহত বৃদ্ধা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ডাক্তাররা।


আরো পড়ুনঃ