মারা গেছেন রম্যলেখক সত্যব্রত বড়ুয়া

0
0


চট্টগ্রামের প্রবীণ রম্যলেখক ও প্রাবন্ধিক সত্যব্রত বড়ুয়া আর নেই। সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি নগরীর নন্দনকাননে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত লেখকের ভাই কবি স্বপন কুমার বড়ুয়া গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

বহু বছর ধরে লেখনীর মাধ্যমে চট্টগ্রামের মানুষকে নির্মল রম্যরসে পুলকিত করা এই গুণীজনের বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালে বাবার কর্মস্থল পাবনায় জন্ম করেন। তবে তার পৈতৃক ভিটা রাউজানের মহামুনি পাহাড়তলী গ্রামে। তিনি বাবা জ্যোতির্ময় বড়ুয়া ও মা প্রীতিময়ী বড়ুয়ার ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান।

দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক আজাদী-সহ চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত প্রবন্ধ ও রম্যরচনা লিখতেন।

তার প্রকাশিত বেশ কিছু বইয়ের মধ্যে ‘গাধা কাহিনি’, ‘ব্যাঙের সর্দি’, ‘জয়তু বেলা’ অন্যতম।

তার একমাত্র ছেলে ড. হিমেল বড়ুয়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইয়েন্সেস ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক।

প্রয়াতের মরদেহ নন্দনকানন বৌদ্ধমন্দির প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাত পর্যন্ত রাখা হবে। আগামীকাল বিকাল ৩টায় মহামুনি পাহাড়তলী গ্রামে স্মরণানুষ্ঠান শেষে বৌদ্ধরীতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।