ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রাক উঠিয়ে দিলো চালক; নিহত ১৫

0
7
Truck Accident

ভারতের সুরাট শহরে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক চালিয়ে দেয়ায়, প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় মারাত্মক আহত আরও ৫ শ্রমিক।

পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর উঠে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন। বাকিদের স্থানীয় হাসপাতলে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরন দেয়ার আশ্বাস দিয়েছে সরকার। আহতদের দেয়া হবে ৬০ হাজার রূপি।