রাজবাড়ীতে অটোরিকশার পৌর পার্কিং ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা অটোবাইক মালিক-চালক ঐক্য পরিষদ। রোববার (৬ এপ্রিল) দুপুরে শহরের রেলগেট অটোস্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম লিখিত বক্তব্যে বলেন, পাশের ফরিদপুর ও কুষ্টিয়ায় অটোরিকশার পার্কিং ফি অনেক কম। কিন্তু রাজবাড়ীতে প্রতিদিন ৩০-৪৫ টাকা হারে পার্কিং ফির নামে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। যা অটোরিকশা শ্রমিকদের জন্য কষ্টসাধ্য। তাই অটোরিকশা থেকে প্রতিদিন ১০ টাকা ও বছরে এককালীন ৩ হাজার ৬০০ টাকা নিয়ে অটোরিকশার নম্বর প্লেট দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত না দিলে ৯ এপ্রিল থেকে অনিষ্ট-কালের জন্য সব অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।
জেলা অটোবাইক মালিক-চালক ঐক্য পরিষদের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এসময় জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস