হাটহাজারীতে ১৩ মামলার আসামি গ্রেফতার

0
0


চট্টগ্রামের হাটহাজারীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১৩ মামলার আসামি মো. নূর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নূর হোসেন হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ২ নম্বর ওয়ার্ডের ইসলাম বাবুর্চি বাড়ির নুর মোহাম্মদের ছেলে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী নূর হোসেনকে চৌধুরীহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, চাঁদাবাজি, চুরি, জাল জালিয়াতিসহ ১৩টি মামলা রয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হবে।

এমডিআইএইচ/এমকেআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।