দৌলতদিয়ায় যৌনকর্মীর গলায় ফাঁস নেওয়া মর‌দেহ উদ্ধার

0
1


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে রূপালী আক্তার রূপা (২৫) নামের এক যৌনকর্মীর গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শ‌নিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিষয়টি নি‌শ্চিত ক‌রেন।

এরআগে দুপু‌রে ভাড়া ঘরের সি‌লিং ফ্যানের সঙ্গে ওড়না দি‌য়ে গলায় ফাঁস নেওয়া ওই যৌনকর্মীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক উত্তম কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প‌রবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রু‌বেলুর রহমান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।