বেড়াতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

0
0


টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহিত ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া নির্মানাধীন সেতুর নিচে লৌহজং নদী থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাহিত ইসলাম টাঙ্গাইল সৃষ্টি স্কুলের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম ওরফে সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানার বাড়ি উপজেলা জোকারচর বেড়াতে আসে। এদিন দুপুর দুইটার দিকে সে আরও কয়েকজন কিশোরের সঙ্গে লৌহজং নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়৷ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।