মেহেরপুরে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেফতার

0
0


মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা জানায়নি পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন এম এ খালেক। এরপর জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, গ্রেফতার ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে পরে জানানো হবে।

এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন।

আসিফ ইকবাল/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।