প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি: আতিক মুজাহিদ

0
1


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রয়োজন বোধ করলে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যা সময়ই বলে দেবে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এনসিপির কুড়িগ্রাম শাখার আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিসভায় তিনি এ কথা বলেন। ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে ‘কেমন কুড়িগ্রাম দেখতে চাই’ শীর্ষক এ সভা হয়।

সভায় তিনি জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে আগামী বাজেটে স্পেশাল বরাদ্দের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে দলটির জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল রনি, আব্দুল আজিজ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।