পুকুরে ডুবে প্রাণ গেলো কিশোরের

0
0


ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে মো. রায়হান (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রায়হান সদরের বোররচর ইউনিয়নের বোররচর গ্রামের মো. শাহ পরানের ছেলে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে পুকুর থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. সারোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় পুকুরে গোসলে নেমে বেশি পানিতে গিয়ে ডুবে যায় রায়হান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে রায়হানের মরদেহ পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এমতাবস্থায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে কল দিলে ডুবুরিদল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সদরের বোররচর গ্রাম থেকে ঈদ উপলক্ষে শহরে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল রায়হান। পরে গোসল করতে গিয়ে সে মারা যায়। এ পুকুরে ডুবে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে।আজকের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।