গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

0
1


গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২ এপ্রিল) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় লালন শেখের সঙ্গে রাজু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে দুজনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মোস্তাফা কামাল জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।