ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করা হয়েছে। এছাড়া অন্য মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হয়েছে।
একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। তার মামলাটি ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ খারিজ করে দেন। দ্বিতীয় মামলার বাদী এডভোকেট সারোয়ার আলম মামলা প্রত্যাহারের আবেদন করেন। তার এই আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত ৯ জানুয়ারি সাঈদ খোকন অভিযোগ করেন শেখ ফজলে নূর তাপস সিটি কর্পোরেশনের শত কোটি টাকা নিজ মালিকানাধীন ব্যাংকে স্থানাধীন করেছেন। একে মানহানিকর মন্তব্য দাবি করে আদালতে দুটি মামলার আবেদন করা হয়।