অভিযুক্ত হকারদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো ছাত্র-জনতা

0
0


মায়ের উপস্থিততে রাজধানীর মিরপুর-১০ নম্বরে যুবককে মারধরে জড়িতদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানান শুক্রবার (২৮ মার্চ) সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

পরবর্তীতে শনিবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান এবং মারধরে জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিটি/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।