তামিমের জন্য দোয়া চাইলেন ফরচুন বরিশালের মালিক

0
0


বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে দলটি। তামিমই এই দলের প্রাণভোমরা, নেতা।

দলের অধিনায়কের হঠাৎ হার্ট অ্যাটাক ও লাইফ সাপোর্টে চলে যাওয়ার খবরে ব্যথিত ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট দিয়েছে তারা।

তামিম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার সুস্থতা কামনা করে পোস্ট করে ফরচুন বরিশাল। এর এক ঘণ্টা পর বরিশালের ফ্র্যাঞ্জাইজি মালিক মিজানুর রহমান এক ভিডিওবার্তায় তামিমের জন্য দোয়া চেয়েছেন।

সেই ভিডিওবার্তার সঙ্গে ফরচুন বরিশালের পেইজে লেখা হয়েছে, ‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশকে অসংখ্য জয়ের আনন্দ দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমানের একজন ব্যাটসম্যান হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি খুব অসুস্থ হয়ে পরেছেন, তাই মহান আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনায় সবাই দোয়া করবেন। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে মাঠে ফিরে আসবেন।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।