‘মহানগর’ ও ‘সাবরিনা’ দিয়েই নির্মাতা আশফাক নিপুন তার নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছন। এবার আসছেন তিনি ‘জিম্মি’ নামের ওয়েব সিরিজ নিয়ে। এবারে তিনি ভরসা রেখেছেন দুই বাংলার নন্দিত তারকা জয় আহসানের উপর। সিরিজে তিনি অভিনয় করেছেন রুনা লায়লা নামের চরিত্রে।
ঈদে হইচই প্লাটফর্মে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটির ট্রেলার সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে বেশ জমজমাট এক গল্প ও নির্মাণের বুনট দেখা গেছে। আভাস মিলেছে উপভোগ্য একটি কন্টেন্ট হতে যাচ্ছে ‘জিম্মি’ যেখানে জয়ার চরিত্রটিই থাকবে কেন্দ্রবিন্দুতে। চরিত্রটিকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে মধ্যবিত্ত গৃহবধূ, সরকারি চাকরিও করেন। রহস্যময়ী রুনা লায়লাকে লোভীও মনে হয়, লোভে পড়ে সে ফাঁদে পা বাড়ায় কিংবা ফাঁদ পাতে নিজেই। বিবাহিত চরিত্রটিকে অন্য পুরুষের সঙ্গেও ঘনিষ্ট হতে দেখা যায়।
ট্রেলারে দেখা গেছে, প্রচুর টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সাথে তার জীবনে ঘটে যাচ্ছে নানান ঘটনা। সাধারণ সরকারী চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেইলার জুড়ে।
জয়া ছাড়াও ট্রেলারে দেখা গেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়কে। রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুদের নিয়ে বেশ তারকাবহুল কাজ হতে চলেছে ‘জিম্মি’।
রুনা লায়লা চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতায় জয়া বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। পরিচালক একটি চরিত্রকে যেভাবে পর্দায় দেখতে চান আমি সেভাবেই নির্দেশনা মেনে কাজের চেষ্টা করি।’
ট্রেলার মুক্তির পর নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেইলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মি র মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
সবকিছু ঠিক থাকলে ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচই-তে মুক্তি পাবে ‘জিম্মি’।
এলআইএ/এমএস