ঘন কুয়াশায় চলতে গিয়ে মানিকগঞ্জে খাদে পড়েছে একটি বাস। আহত হয়েছেন অন্তত ২০ জন। কয়েকজনের অবস্থা গুরুতর।
মানিকগঞ্জে মহাসড়কের পুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পাটুরিয়াঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রী বোঝাই বাসটি ঢাকা যাচ্ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে চলতে গিয়ে বাসটি রাস্তার পাশে খাদে উলটে যায়। দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে মালিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরো পড়ুনঃঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ!
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ – ১৫ জন আহত | Hobigonj