বোয়ালখালীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
0


 

চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে ও দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সৈয়দ মো. দেলোয়ার হোসেন ওরফে জিএস হাসান (৫৫) এবং আব্দুস সোবহান (৫৩)। তারা ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি।

শনিবার (৮ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গ্রেফতার জিএস হাসান বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলীর মৃত আহাম্মদ মিয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। অন্যদিকে গ্রেফতার আব্দুস সোবহান উপজেলার পোপাদিয়া হাজী পাড়ার মৃত মোহাম্মদ আলী দফাদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় আসামিদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানে আত্মগোপনে থাকা এ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।