আতিকুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর এই দুর্যোগকালীন সময়ে মৌলভীবাজার পৌর এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য প্রবাসী এক বোন। তিনি ১০০টি পরিবারের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য উনার বাবা মরহুম মোঃ ইসরাফ চৌধুরী সাহেবের ব্যবসা প্রতিষ্ঠান বেরীরপাড়স্থ উপশম ফার্মেসীতে যোগাযোগ করা হলে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী বোন সম্পর্কে । তিনি উদার মনের মানুষ হিসেবে সবসময়ই মানুষের বিপদে এগিয়ে আসেন।
তিনি সুদুর যুক্তরাজ্য প্রবাসে থেকেও এই দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ও নিজ দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে এভাবেই নীরবে যতোটুকু সম্ভব মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের লকডাউনের সময়েও সহায়তা (নগদ অর্থ ) দিয়েছেন।
যুক্তরাজ্য প্রবাসী বোনের একমাত্র সন্তান অসুস্থ সবার কাছে তার জন্য দোয়ার আবেদন করেছেন।