ম্যাচ শুরু হতে দেরি, রোনালদোর ক্ষমাপ্রার্থনা এবং আল নাসরের জয়

0
3


সৌদি প্রো লিগে আল ওয়াহদার বিপক্ষে আল নাসরের ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে তিনি একটি গোল করেন এবং আদায় করেন একটি পেনাল্টি। তার দল আল নাসর জয় পায় ২-০ ব্যবধানে।

ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন রোনালদো। এরপর শেষ মুহূর্তে একটি পেনাল্টিরও সুযোগ তৈরি করেন তিনি। তবে পেনাল্টি নিজে না নিয়ে দেন সতীর্থ সাদিও মানেকে। মানে স্পট কিকে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন যোগ করা সময়ের দশম মিনিটের গোলে।

আল নাসর জয় পেয়েছে। তবে এই ম্যাচে তাদের বেশ ধকল গেছে দলীয় বাস নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছতে না পারায়। নির্ধারিত সময়ের নয় মিনিট পর স্টেডিয়ামে পৌঁছায় দল, যার ফলে ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়।

ম্যাচের পর রোনালদো সৌদি স্পোর্টস চ্যানেল এসএসসি স্পোর্টসকে বলেন, ‘এটি কঠিন একটি ম্যাচ ছিল। প্রথমার্ধটি কঠিন ছিল, কারণ দীর্ঘ তিন ঘণ্টা আমাদের বাসযাত্রা করতে হয়েছে, তীব্র যানজটের কারণে রাস্তা বন্ধ ছিল।’

‘আমি আল নাসরের পক্ষ থেকে ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য ক্ষমা চাইছি। এটি আর কখনো হওয়া উচিত নয়। দুঃখিত’-যোগ করেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা।

এই মৌসুমে রোনালদো সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা। মৌসুমে তিনি এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন, যা আল ইত্তিহাদের করিম বেনজেমার চেয়ে এক গোল বেশি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।