কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
0


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহতদের একজন উপজেলার নারান্দি ইউনিয়নের শালংকা গ্রামের রুবেল মিয়া (২৫)। অপরজনের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৬০ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরি মোটরসাইকেল আরোহী রুবেল নামে এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া নিহত হন।

এর আগে বিকেল ৫টার দিকে মাইজহাটি মদিনাতুল উলুম মাদরাসার সামনে সিএনজিচালিত এক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এস কে রাসেল/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।