ভবিষ্যতে রাজনীতি করার পথ বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম্পের | Donald Trump

0
6
Donald Trump

প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। স্থাস্নীয় সময় সোমবার প্রতিনিধি প্রিষদে উত্থাপন করা হবে তাকে অপসারণের প্রস্তাবটি।

হাউস অয়েফ জেমস ক্লাইবার্ন জানান ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহের উস্কানি দেয়ার অভিযোগ আনা হবে। যার উপর কংগ্রেসের নিম্নকক্ষে মঙ্গলবার হবে ভোটাভোটি।

৬ জানুয়ারি অদিবেশন চলাকালে ক্যাপিটল হিলে চালানো হামলায় প্রাণ যায় পাঁচ জনের। প্রেসিডেন্টের আচরণে ক্ষুব্দ অনেক রিপাব্লিকান নেতাও। আমেরিকার বহু প্রভাবশালী রাজনীতিক হামলায় উস্কানি দেয়ার অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে।

আইনপ্রণেতারা প্রস্তাবের পক্ষে ভোট দিলে ডোনাল্ড ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি দুই বার অভিশংসিত হবেন। সে ক্ষেত্রে সংবিধানের ২৫ তম সংশোধনী অনুসারে মতুন প্রশাসন দ্বায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।


আরো পড়ুনঃ বঙ্গবন্ধু দেশে ফিরে পরিবার রেখে আগে ছুটে যান মানুষের কাছে | Bangabondhu