রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর এলাকার ৮ নং গলির একটি বাসায় মোছা. সালমা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা রিনা আক্তার বলেন, আমার স্বামী সৌদি প্রবাসী। আমার মেয়ে খুবই জেদি প্রকৃতির ছিল। সকালে না খেয়েই স্কুলে চলে যায়। স্কুল থেকে আসলে আমি আমার মেয়েকে খাবার কথা বলি এবং একটু বকা দেই। পরে আমার ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়ে মারা যায়।
নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার বদরপুর গ্রামে। নিহত সালমা আক্তার হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এএমএ/জেআইএম