ঘোড়ার মাংস বিক্রির সময় আটক ২

0
0


বগুড়ার শেরপুরে খাসি বলে ঘোড়ার মাংস বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় একই গ্রামের তৌহিদ আহমেদের বাড়িতে কাটাকাটির শব্দে কয়েকজন গিয়ে দেখতে পায় ঘোড়া জবাই করে মাংস কাটছে। এসময় চিৎকার দিলে ৪-৫ জন পালিয়ে গেলেও সালমান ও তৌহিদকে ধরে আটকে রাখা হয়। পরে পুলিশ জবাই করা ঘোড়াসহ দুইজনকে আটক করে।

এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন হোটেলে খাসির গোস্ত সরবরাহ করে আসছিল ওই দুই ব্যবসীয়। আটককৃতরা পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।

শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। কাজটি মোটেও ঠিক হয়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জানার পরপরই পুলিশ পাঠিয়ে দুইজনকে ঘোড়ার মাংসসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলবি/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।