নাটোরের লালপুরে আদিবাসী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহীন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদিবাসী পাহাড়ি সম্প্রদায়ের ওই কিশোরী বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গেলে ধর্ষণের শিকার হন। পরে তার বাবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস