বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার

0
1


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিশা প্লাস পরিবহন বাসের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির সহকর্মী আতাউর রহমান জানান, জিয়ারুল ব্র্যাক ব্যাংকের সোনারগাঁও শাখার রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বেলা ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে মেঘনা টোল প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জিয়ারুল। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিয়ারুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার জীবননগর গ্রামের শমসের আলীর সন্তান। বর্তমানে সোনারগাঁওয়ের রূপগঞ্জ থানাধীন বড়পা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-৩৩৪০) জব্দ করা হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।