রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩টি খালি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন গোধূলি পার্কের সামনে অবস্থান নেয় পুলিশ। সে সময় মাদক সরবরাহের জন্য সাদ্দাম হোসেন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে গোধূলি পার্কের পাশে পাকা রাস্তায় আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান সাদ্দাম। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় ড্রেজার পাইপের দোকানে গিয়ে নিজের মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যান তিনি। পরে পুলিশ সাদ্দামের পিছু নিয়ে তার পাইপের দোকানে তল্লাশি চালায়। এক পর্যায়ে সেখান থেকে ৩ টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩টি খালি ম্যাগজিন ও তার মোটরসাইকেল জব্দ করে তারা।
আরও পড়ুন
সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহাজান মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, পালাতক সাদ্দামকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরইউআর/এএমএ