যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

0
1


বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এক ধরনের ফ্যাসিবাদ। আর যারা এসব প্রক্রিয়ায় জড়িত বা সমর্থক, তারা ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পারভেজ মল্লিক বলেন, ‘গেল তিনটি নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের ভোটাধিকার হরণ করেছিল জুলাই অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। কিন্তু এখনো নির্বাচন না দিয়ে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদি করার চেষ্টা করছে একটি মহল। নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদের সঞ্চালনায় সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, জাকসুর সাবেক ভিপি আশরাফ হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম খান জুয়েল, আসাদুর রহমান, ইলিম মো. নাজমুল হাসান, মনির হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী টুটুল, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু, সহসভাপতি জহিরুল ইসলাম জহির, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফিরোজ আহমেদ কনক, জাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক প্রচার সম্পাদক আলহাজ উদ্দিন, আনিসুর রহমান লিংকন, মুক্তা, হারুনুর রশীদ হারুন, তানজিল হাসান, মুক্তাদির নুর, ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম, মহিউদ্দিন শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান, আবু জাওয়াত তন্ময়, আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, আজমল হোসেন তমাল, বেনজির আহমেদ, মুজাহিদ হীরা, জহিরুল ইসলাম, নাজমুল, অমি, সোভন প্রমুখ।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।