বিএনপি নেতার মামলায় গ্রেফতার, কারা হেফাজতে দিনমজুরের মৃত্যু

0
1


হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার হয়ে কারা হেফাজতে নিত্য সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে নিত্য সরকার কারাগারে অসুস্থ হয়ে পড়লে ৩১ ডিসেম্বর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলালের দায়ের করা মামলায় দু’মাস আগে (৩০ অক্টোবর) গ্রেফতার হন তিনি।

নিত্য সরকার মানিকগঞ্জ জেলার হারিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালোই এলাকায় জগদীশ সরকারের ছেলে। তিনি তিন সন্তানের জনক। বড় দুই মেয়ের বিয়ে হলেও বাড়িতে ছোট ছেলে ও স্ত্রী আছে তার।

নিহতের ভাই হৃদয় মণি দাস বলেন, ‘গতকাল (৩ জানুয়ারি) রাতে আমাদের ফোন করে পুলিশ জানায় নিত্য দা আর বেঁচে নেই। এর আগে ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলখানা থেকে ঢাকা মেডিকেলে আনলে তার স্ত্রী অলোকা রাণী দেখা করতে যান।’

তিনি আরও বলেন, মামলার বাদী বিএনপি নেতা দুলাল মধ্যরাতে ঘুম থেকে ডেকে তুলে মারতে-মারতে ‘তুই আওয়ামী লীগ করস’ বলে পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে সে একজন দিনমজুর। কাঠমিস্ত্রির কাজ করে। সারাদিন কাজ করে যে টাকা পায় তা দিয়ে তার সংসার চলে। প্রতিহিংসার মাধ্যমে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা তার মৃত্যুর সঠিক বিচার চাই।

এ বিষয়ে মামলার বাদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, ‘নিত্য সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কালোই ইউনিয়নের সভাপতি। সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর বয়ড়া গ্রামের বাসভবনে হামলা চালায় আওয়ামী দুর্বৃত্তরা। তখন তিনিও সেই হামলা-ভাঙচুরে শামিল হন। তিনি আগে থেকেই অসুস্থ।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের হরিরামপুর উপজেলার সভাপতি হরিপদ সূত্রধর জাগো নিউজকে বলেন, আমাদের এই সংগঠনটি রাজনৈতিক কোনো সংগঠন নয়। আমরা সংখ্যালঘুদের নিয়ে কাজ করি। তাছাড়া নিত্য সরকার আমাদের সংগঠনের কেউ না।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, চিকিৎসার জন্য ৪ দিন আগে নিত্য সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আমাদের তার স্বজনরা মৃত্যুর বিষয়ে জানিয়েছেন।

সজল আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।