বছর পেরোতেই হাজার টাকার টিসির দাম ৩২০০!

0
0


ঝালকাঠি শহরের উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিসি ২০২৪ সালের মধ্যে নিতে হলে এক হাজার টাকা লাগবে। ২০২৫ সাল পড়লেই গুনতে হবে তিন গুণেরও বেশি টাকা।

এমনই অভিযোগ করেছেন একজন অভিভাবক। ঝালকাঠি জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই অভিভাবক।

অভিযোগে অভিভাবক বিউটি বেগম উল্লেখ করেন, ‘আমার পুত্র জোবায়ের ইসলাম উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষা দিয়ে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়। বিশেষ কারণে ঝালকাঠি থেকে বরিশালে বাসা স্থানান্তর করায় বিদ্যালয়ে টিসি আনতে যাই। নিম্ন মধ্যবিত্ত পরিবার হওয়ায় দুই স্থানে খরচ চালানো সম্ভব নয়। গত ২৯ ডিসেম্বর বিদ্যালয়ে টিসি নিতে গেলে প্রধান শিক্ষক আনিচুর রহজমান পলাশ জানান- ২০২৪ সালে টিসি নিলে এক হাজার টাকা দিতে হবে। আর জানুয়ারিতে টিসি নিলে ৩২০০ টাকা দিতে হবে। এটা ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করেছি। তাই এক টাকা কম দিলেও টিসি দেয়া সম্ভব না। প্রতিমাসে বেতন ও টিফিন বাবদ ৩০০ টাকা করে নিলেও ১২ মাসের তিন মাসও টিফিন দেওয়া হয়নি। প্রধান শিক্ষকের এমন অযৌক্তিক দাবির কারণে লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক এবিএম আনিচুর রহমান পলাশ জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় টিসি নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী টিসি নিতে চাইলে ২০২৪ সালের মধ্যে এক হাজার টাকা এবং এ বছর নিলে ৩২০০ টাকা দিতে হবে বলে রেজুলেশনে লিপিবদ্ধ করা হয়েছে। আবেদনপত্রের পেছনে টাকার পরিমাণ উল্লেখ করে জমা রাখা হচ্ছে। কিন্তু টাকা গ্রহণের কোনো রশিদ দেওয়া হচ্ছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাকিলা রহমান জানান, বিষয়টি আমি জানি না। এখনো কোনো অভিযোগ হাতে পাইনি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

আতিকুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।