জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রাকিবুল ইসলাম বকুল।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্ররাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্ররাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্ররাজনীতি চর্চা করবে। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্ররাজনীতির সবার মধ্যে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি, এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে।
তিনি বলেন, সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান,কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । আমরা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করবো। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর র্যালি আয়োজন করি। কিন্তু এবার আমরা জনভোগান্তির কথা চিন্তা করে সারাদেশে ভিন্নরকম আয়োজন হাতে নিয়েছি। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই রাজনীতি করছে এবং ভবিষ্যতেও করবে।
এমএইচএ/ইএ