কাঙ্ক্ষিত ভোরে সোনালি চাবি এবং অন্যান্য কবিতা

0
1


 

কাঙ্ক্ষিত ভোরে সোনালি চাবি

সন্ধ্যার ঝাউবনের কোলে দাঁড়িয়ে স্বপ্ন
যেন কান পাতলে মুখ দেয়
ধূসর রঙের লুকানো ভূত থেকে বেরিয়ে
শোকাহত মানবতা
ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে অন্ধকারের পাশে
নির্যাতন ও কষ্টের আবর্তে চোখগুলো পেঁকে গেছে।

আগুন কিন্তু পাথর; জাগরণ নেই কিংবা
মাইগ্রেশন নেই তার বন্যচোখের অন্ধত্বে
হঠাৎই শান্ত স্বভাবের যৌবন টুটে অবারিত
আমাদের সুরগুলো উঠে পড়লো চিমনিরও ওপরে
গৃহবাসী মনকে জাগিয়ে অবিরাম
যেন বন্যপশুর পশমের মতো চকচকে কিংবদন্তি মাথা
সমস্ত সীমানা টুটে ফেটে যায় তারার মতো।

****

থার্টিফাস্ট নাইট

পুরোনো বছরের হৃদয় লোভে ভরা
স্বার্থপরতায় মোড়া
আমাদের দৃষ্টি ক্রমশ আনত।

ঊর্ধ্বে দ্যাখো সোনালি ভোরের অপেক্ষা
পাকা ফলের মতো চোখ দিয়ে
প্রদীপের মতো জ্বলে ওঠে
ক্রমশ জ্বলজ্বল
ছেঁড়া জানালার দূরে সোনালি গল্প
রাতের ভারী বাতাসে অর্কেস্ট্রার সুর।

একটি রাত তারপর আকাঙ্ক্ষিত ভোর
মরা রাত পেরিয়ে
সূর্যোদয়, সোনালি সকাল—
মৃতদের ছাই থেকে প্রস্ফুটিত নববর্ষের সকাল।

****

ফিনিক্স হয়ে উড়বো

আমার স্বপ্ন খুব বেশি লম্বা না
তবে আমার একটি স্বপ্ন
গভীর অন্ধকারে
লাল-সবুজের ছায়ার নিচে
কালো-সাদা-নারী-পুরুষ
সবাই দাঁড়িয়ে।

যতই কিংবা যতবার বাঁধতে চাও;
ততবারই হাওয়ার মতো উড়বোই।
আমি কালো এই ভয় দেখাও
আমি গ্রামের কিংবা নারী
এই ভয় দেখাও?
তোমাদের পদতল থেকে উত্থিত হয়ে হয়ে
হাওয়ার মতন উড়বোই।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।