চবি মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আতিক সম্পাদক জয়নাল

0
1


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন চবি মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ বর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়নাল মনোনীত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. হেলাল নিজামী এ কমিটি ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে বিদায়ী কমিটির সভাপতি জিল্লুর রহমান অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া নতুন কমিটির সদস্যদের সাংগঠনিক কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে চালিয়ে যেতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক উপদেষ্টা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন নিপু, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তায়িন বিল্লাহ প্রমুখ।

এম মাঈন উদ্দিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।